বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

তদন্ত প্রতিবেদন ড্রয়ারে গেলে দুর্নীতির প্রবাহ বাড়ে: ফরাসউদ্দিন

তদন্ত প্রতিবেদন ড্রয়ারে চলে গেলে দুর্নীতির প্রবাহ বাড়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১ এ মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ মন্তব্য করেন।

ড. ফরাসউদ্দিন বলেন, আমাদের দেশে খেলাপি বাড়ছে। ২০০০-২০০১ সালের দিকে খেলাপিকে সামাজিক ব্যাধি হিসেবে বোঝাতে চেয়েছি। তবুও খেলাপি কমানো যাচ্ছে না। এখন ঋণ খেলাপির পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় এ নিয়ে নিরুৎসাহিত করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি আমাদের রেমিট্যান্স কমছে, এটা ভালো মনে হচ্ছে না। আবার আমাদের রপ্তানিও কমছে। বিপরীতে ব্যাপক হারে বাড়ছে আমদানি। কেন এমন হচ্ছে, সেদিকেও নজর দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক প্রসঙ্গে সাবেক এ গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার শুরুতে বহির্বাণিজ্য কঠিন ছিল। নানা চ্যালেঞ্জ নিয়ে তা করে আমাদের সেন্ট্রাল ব্যাংক। এখন ডেভেলপমেন্টের ভূমিকা রাখছে সেন্ট্রাল ব্যাংক।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির, সাবেক ড. সালেহউদ্দিন আহমেদ ও ড. আতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় দি সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

ইএআর/এমকেআর/এমএস



Advertiser