রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ মামলায় গ্রেফতার ৫

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণের‘ ঘটনায় এজাহারনামীয় আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান।

তবে ধর্ষণকাণ্ডের মূলহোতা আশিকুল ইসলাম আশিক এখনও ধরাছোঁয়ার বাইরে। গ্রেফতারদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

এ বিষয়ে রোববার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন টুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস



Advertiser