আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রবিউল হাসানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল আলম ছাকা, জেলা তথ্য অফিসার মো. মাহফুজার রহমান, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান, আব্দুর রশিদ সরকার ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
The post গাইবান্ধায় জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত appeared first on গোবি খবর.