কিশোরীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় করা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মাহবুব হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) স্বপন কুমার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রিমান্ড শেষে আসামি শিমুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর শিমুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মতিঝিলের এজিবি কলোনির একটি বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকে। কিন্তু গত রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন শিমুল। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় মতিঝিল থানায় ধর্ষণের অভিযোগ মামলা করা হয়েছে। মামলায় কনস্টেবল শিমুল আহমেদকে গ্রেফতার করা হয়।
জেএ/এআরএ/এমএস