আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে কীটনাশক ও বিকাশের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারী বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এবিষয়ে দোকানের মালিক মশিউর রহমান থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যবসায়ী মশিউর রহমান উপজেলার উড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা কামাল পাশার ভাই ও তার প্রধান নির্বাচনী এজেন্ট।
ব্যবসায়ী মশিউর রহমান জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও তিনি দোকান ঘরটি তালাবন্ধ করে চলে যান। রাতে সুযোগ বুঝে দোকানের টিনের চালা খুলে চোর ঘরের ভিতরে প্রবেশ করে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা, কীটনাশক ঔষধ, মোবাইল, হিসাবের খাতাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে দোকান খুললে চুরির ঘটনাটি বুঝতে পেরে তিনি পুলিশকে জানান।ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থল হতে আলামত সংগ্রহ করেছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
The post ফুলছড়িতে দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত appeared first on গোবি খবর.