মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে মুখোমুখি মিনিস্টার গ্রুপ ঢাকা এবং সিলেট সানরাইজার্স। ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ঢাকা। ৯ রান তুলতেই তারা হারিয়ে বসেছে মারকুটে ওপেনার মোহাম্মদ শাহজাদকে। তাকে ফিরিয়েছেন সোহাগ গাজী।
এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে ঢাকা। অন্যদিকে এক ম্যাচ খেলে একটিতেই হেরেছে সিলেট।
সিলেট একাদশ
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, মুক্তার আলি, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, রবি বোপারা, কলিন ইনগ্রাম।
ঢাকা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, জহুরুল ইসলাম, শুভাগতহোম চৌধুরী, রুবেল হোসেন, হাসান মুরাদ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানা, আন্দ্রে রাসেল।
এমএমআর/জিকেএস