রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ফুলছড়িতে প্রশিকার উদ্যোগে কম্বল বিতরণ

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রশিকা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রধান নিবার্হী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২৫০টি দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ফুলছড়ি উন্নয়ন এলাকার আয়োজনে রোববার (৩০ জানুয়ারি) সকালে সংস্থাটির ফুলছড়ি এলাকা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়রম্যান জিএম সেলিম পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, প্রশিকার গাইবান্ধা ও রংপুর বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকা ব্যবস্থাপক রিপন খান, ফুলছড়ি এলাকা ব্যবস্থাপক শামসুল আলম প্রমুখ।

The post ফুলছড়িতে প্রশিকার উদ্যোগে কম্বল বিতরণ appeared first on গোবি খবর.



Advertiser