পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের দাঈ, প্রখ্যাত ইসলামিক স্কলার আল মুহাদ্দিস আশ-শায়খ ইয়াহইয়া বিন উসমান আল-মুদাররিস ২৭ জানুয়ারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শায়খ ইয়াহইয়া পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেন। কোরআন-হাদিসের দারস দিতেন।
এটা উল্লেখযোগ্য যে, সালাফি ইমাম শায়খ ইয়াহইয়া দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে মসজিদ আল হারামে দাঈর ভূমিকা পালন করেছেন। তিনি সপ্তাহের ৭ দিনই এ দায়িত্ব পালন করেছেন।
শায়খ ইয়াহইয়া হলেন শায়খ মুকবিল, শায়খ মুহাম্মাদ, শায়খ আহমেদ বজমুল এবং মসজিদ আল হারামের প্রয়াত ইমাম শায়খ ওমর বিন মুহাম্মদ সুবায়িলসহ আরও অনেকের উস্তাদ ছিলেন।
আল্লাহ তাআলা ইসলামের এ দাঈ ও ইলমে দ্বীনের খাদেমকে রহমত করুন। তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
এমএমএস/জিকেএস