মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

শিয়াল কুকুরে ছিড়ে খেল নবজাতকের লাশ

মানিক সাহা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল ষ্টেশনের অদূরে একটি নলখাগড়ার ঝোপের পাশ থেকে এক নবজাতক কন্যা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে পথচারীরা ঝোপের পাশে ওই হতভাগ্য কন্যা শিশুর ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।

এ খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে শত শত কৌতুহলী মানুষ ছুটে আছে সেখানে। স্থানীয় লোকজন ধারণা করছেন, অবৈধ গর্ভধাণের ফলে অনাগত শিশুটির জন্মের পর পরই কেউ হয়তো পাপ ঢাকতে রাতের আধারে ওই হতভাগ্য কন্যা শিশুটিকে সেখানে ফেলে চলে গেছে। রাতে শিয়াল-কুকুর শিশুটির দুই উরুর বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।

দুপুর পর্যন্ত সেখানে থানা পুলিশ উপস্থিত না হওয়ায় স্থানীয় লোকজন শিয়াল-কুকুরে খাওয়া হতভাগ্য কন্যা শিশুর মরদেহ পাশের জমিতে দাফন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, বিষয়টি তার জানা নেই। তবে জায়গাটি রেলওয়ের হওয়ায় রেল পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।

The post শিয়াল কুকুরে ছিড়ে খেল নবজাতকের লাশ appeared first on গোবি খবর.



Advertiser