মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিরতরণ করা হয়েছে। শনিবা সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসা. হাফজা খাতুন ইলা, আ.লীগ নেত্রী আনজু আরা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
The post ধামইরহাটে ৭৫জন গ্রাম পুলিশ বাইসাইকেল পেয়ে খুশি appeared first on গোবি খবর.