রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সরিষাবাড়ীতে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারি, সাবেক দু, দুবারের এম,পি, সাবেক উপজেলা চেয়ারম্যান, প্রায় অর্ধ শত বছরের বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এর আজ বুধবার ( ১৯ জানুয়ারী) ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
পুষ্পস্তবক অর্পণ করেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, স্থানীয় সংসদ সদস্য ডা: মুরাদ হাসানের পক্ষে কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও মরহুমের ছোট ছেলে মন্জুরুল ইসলাম বিদ্যুৎ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে প্রয়াত আব্দুল মালেকের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
The post সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত appeared first on গোবি খবর.
