বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

ঘাতক ট্রাক কাড়লো কলেজশিক্ষকের প্রাণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গান্না-ডাকবাংলা সড়কের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় নিহত হন তিনি।

নিহত মহিদুল ইসলাম গান্না বাজারের আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিষয়ের সহাকারি অধ্যাপক এবং জালালপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইলসাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়ির পথে যাচ্ছিলেন শিক্ষক মহিদুল ইসলাম। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস



Advertiser