বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

মিরপুরে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান চায় পরিবার

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাহাবুবুর রহমানের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে তার পরিবার।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিখোঁজ মাহাবুবুর রহমানের বোন রাশেদা আক্তার ও পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন।

রাশেদা আক্তার জানান, তার ভাই মাহবুবুর রহমান গত ১৯ জানুয়ারি মিরপুর দিয়াবাড়ীর কাউন্দিয়া মধ্যপাড়ার নিজ বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। গত এক সপ্তাহেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন তিনি কলেজে যাননি।

এ বিষয়ে পুলিশ ও র‌্যাবের সহায়তা চাইলেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এএএম/এমকেআর/জেআইএম



Advertiser