সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

সাকিবের মতো ‘ভুল’ করে নিষিদ্ধ হচ্ছেন টেলর

২০১৯ সালের ২৮ অক্টোবর দিনগত রাতটি সাক্ষাৎ বিভীষিকা ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। সেদিন রাতেই খবর ছড়িয়ে পড়ে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরদিন দুপুর গড়াতেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি।

ঠিক একই অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে জিম্বাবুয়ের ক্রিকেটপ্রেমীরা। সাকিবের মতো একই ভুলে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ব্রেন্ডন টেলর। সাকিবের মতো তিনিও জুয়ারিদের প্রস্তাব গোপন রেখে নিষিদ্ধ হতে চলেছেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে টেলর নিজেই জানিয়েছেন এ খবর। জিম্বাবুয়ের জন্য স্পন্সরশিপ পেতে এবং একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আলোচনার জন্য এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন টেলর। সেখানেই তাকে দেওয়া হয় ফিক্সিংয়ের প্রস্তাব।

ঘটনাটি ২০১৯ সালের অক্টোবরের। যে মাসে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। কিন্তু জুয়ারির সেই প্রস্তাব আইসিসি কিংবা নিজ দেশের ক্রিকেট বোর্ডকে জানাননি টেলর। যে কারণে নিয়ম অনুযায়ী জুয়ারির প্রস্তাব গোপন রাখা দায়ে শাস্তি পাবেন তিনি।

অবশ্য এই প্রস্তাব গোপন রাখার পেছনেও ছিল মানসিক কারণ। জুয়ারিরা তার পরিবারের নিরাপত্তা ধরে ব্ল্যাকমেইল করছিল। তাই পরিবারকে বাঁচানোর জন্যই মূলত সেই ঘটনা চেপে গিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। এ বিষয়টি আইসিসিকে জানিয়েছেন টেলর। আশা করছেন শাস্তির ক্ষেত্রে এটি বিবেচনায় রাখবে আইসিসি।

এসএএস/এএসএম



Advertiser