শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

সবার কাছে দোয়া চাই যেন সুস্থ অবস্থায় মারা যেতে পারি: কাজী হায়াৎ

দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। সম্প্রতি হার্টের অসুখ নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে হার্টের অপারেশন করানো হয়েছে তার। পরানো হয়েছে তিনটি রিং। এখন সুস্থ আছেন বরেণ্য এ অভিনেতা।

সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছেন। বিষয়টি জাগো নিশ্চিত করেছেন পরিচালক কাজী হায়াৎ নিজেই।

তিনি বলেন, ‘এবারের মতো বেঁচে গেলাম। দেশেবাসীর দোয়ায়। আল্লাহর রহমত। অনেক ভয় পেয়েছিলাম আমি। এবার তো আমার দুই বারের মতো হার্টের অপারেশন করালাম। সুস্থ আছি মাশাল্লাহ। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ অবস্থায় মারা যেতে পারি।’

কাজী হায়াৎ আরও বলেন, ‘বাসায় বসে এখন আমি ‘জয় বাংলা’ সিনেমার কাজ করছি। কয়েক দিনেরে মধ্যে আশা করছি শুটিং করতে পারবো। একটু ভয় হচ্ছে করোনা নিয়ে। যেভাবে আবারও আক্রমণ বাড়ছে। অনেক লোক নিয়ে শুটিং করতে হয়। বাইরে থেকে অনেক লোক আসে। ইচ্ছে করলেও লোকদের বের করে দেওয়া যায় না। সবচেয়ে বড় ব্যাপার হলো এই রোগের লক্ষণ বুঝার আগে অন্যজনের হয়ে যায়।’

কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ সিনেমা ‘জয় বাংলা’। প্রথম লটের কাজ শেষ হয়েছে এ সিনেমার। এর আগে মুক্তি পেয়েছে তার পরিচালিত ৫০তম ‘বীর’। ১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ পরিচালক।

এমআই/এলএ/এএসএম



Advertiser