অদম্য সেই রুপাসহ তিন বোনের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপর ২টার দিকে তিনি রুপাদের ভাড়া বাসায় এসে নগদ ২৫ হাজার টাকা ও পাঁচটি কম্বল তুলে দেন।
এর আগে গল্পটা ‘অদম্য’ রুপার শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নজরে এলে তিনি তাদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা জানান।
একেএম এনামুল হক শামীম বলেন, ‘রুপার বাবা পরেশ চন্দ্র দে আমার কাছের লোক ছিলেন। বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, পাঁচটি শীতবস্ত্র কম্বল রুপার পরিবারকে দিলাম এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে রুপার তিন বোনের পড়াশোনার দায়িত্ব নিলাম।’
তিনি বলেন, ‘রুপাদের জমি অন্যায়ভাবে দখলকরা হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো। রুপাদের জমি যেন তারা দ্রুত ফিরে পায়, সেটা করার জন্য গতকাল থেকেই কার্যক্রম শুরু করেছি। ওরা গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার দিচ্ছেন। তাই রুপাদের ঘরের ব্যবস্থা করে দেব। এ পরিবারকে সহযোগিতা করা আমার দায়িত্ব।’
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামের মৃত পরেশ চন্দ্র দে ও মৃত ঝর্ণা রানী দের মেয়ে রুপা রানী দে। নড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। অভাব-অনটনের মধ্যেও তিনি এসএসসি-এইচএসসি পরীক্ষায় সুনামের সঙ্গে পাস করেন।
এ বিষয়ে রুপা রানী দে বলেন, ‘আমি খুব আনন্দিত। জাগো নিউজে সংবাদ প্রকাশের কারণে মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি তিন বোনের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। সহযোগিতা করেছেন। আমাদের বেদখলি জমি উদ্ধারের দায়িত্ব নিয়েছেন। এটা যে কত বড় পাওয়া বুঝাতে পারবো না।’
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস