ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি লক্ষ্য করে এবার তিন দফায় রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) আনবার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে দুই শিশু।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, পর পর তিনটি রকেট এসে পড়ে স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি থেকে পাঁচশ মিটার দূরে। এতে দুইজন শিশু আহত হয়।
ইরাকের শীর্ষ আদালত তাকে পুনরায় স্পিকার নির্বাচিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হলো। ধারণা করা হচ্ছে স্পিকারকেই লক্ষ্য করে এ হামলা হয়েছে, যদিও এটি এখনো স্পষ্ট নয় যে, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কিনা।
ইরাকের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহত ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪১ বছর বয়সী হালবুসি একজন সুন্নি রাজনীতিবিদ বলে জানা গেছে। ২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এদিকে, বাগদাদের গ্রিন জোনে বিদেশি দূতাবাসগুলোকে অবস্থিত। প্রায় সময় দূতাবাস ও সরকারি ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইরাকের সরকার অভিযোগ করে আসছে ইরানসমর্থিতরা এ হামলা চালাচ্ছে। যদিও সর্বশেষ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সূত্র: এএফপি
এসএনআর/এমএস