শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

বর্ণবাদী আচরণে অভিযুক্ত প্রোটিয়া কোচ বাউচার, হারাতে পারেন চাকরি

ভারতের বিপক্ষে পার্লের বোল্যান্ড পার্কে টানা দুই ম্যাচ জিতে সিরিজ এরই মধ্যে ঘরে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে, টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজ জয়েও স্বস্তি নেই দক্ষিণ আফ্রিকা কোচ মার্ক বাউচারের মনে। কারণ, তার বিরুদ্ধে বর্ণবাদের মত গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

সাত পাতার একটি চার্জশিটে তার নামে তোলা হলো এই অভিযোগ। পরিস্থিতি যেখানে গিয়ে ঠেকেছে, তাতে বোঝাই যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচের চাকরিটা হারাতে চলেছেন তিনি। কারণ, ডিসিপ্লিনারি কমিটির কাছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বাউচারকে সরিয়ে দেয়ারই সুপারিশ করতে যাচ্ছে।

খেলোয়াড়ি জীবনে করা বর্ণবাদী আচরণ এবার বিপদে ফেলে দিল মার্ক বাউচারকে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে তাদের প্রধান কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুরুতর অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তৈরি করা হয়েছে সাত পাতার চার্জশিট।

সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিশনের গত মাসের প্রতিবেদনের পর বাউচারকে অভিযুক্ত হিসেবে স্বীকার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার বোর্ড। সিনিয়র কাউন্সিল অ্যাডভোকেট টেরি মোটাউয়ের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি শুনানির মুখোমুখি হতে হবে বাউচারকে।

অভিযোগপত্র এরই মধ্যে বাউচারের কাছে পাঠানো হেয়ছে। আগামী বুধবার তিনি মোটাউয়ের সঙ্গে দেখা করবেন। সেখানেই তার শুনানির সময় নির্ধারণ করা হবে।

বাউচার বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর জবাব দেওয়ার অপেক্ষায় আছি। সঠিক সময়ে শুনানিতে আমি সেটাই করব। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে আমার দায়িত্বের প্রতি আমি সম্পূর্ণ মনোযোগী।’

প্রসঙ্গতঃ গত বছরের জুলাই-অক্টোবরের মধ্যে একাধিক শুনানিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার সাক্ষ্য দেন যে তারা জাতীয় দলের অংশ থাকাকালীন সময়ে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। বিশেষ করে পল অ্যাডামসের সঙ্গে সবচেয়ে বেশি বাজে ব্যবহার করেছেন বাউচার। এটাই এখন অভিযোগের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে।

কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্য করে গান গাওয়া ও তাদেরকে বিভিন্ন ডাকনামে ডাকার কথা স্বীকার করেছেন বাউচার। পরে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন।

আইএইচএস/



Advertiser