বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধা পৌর এলাকাসহ আশপাশের অসহায় ও দুস্থ শীতার্ত ১শ’ ৫০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির, মানব কল্যাণ সংস্থার সভাপতি খান মো. কাওসার ওয়াহিদ সুজন, সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আতিক আফসার মহান, শেখ বজলুল করিম রপু, মো. কাওসার রহমান কৌসিক, মো. জিম ইসলাম, মো. জুবায়ের আল সিফাত, মো. এস.এম কিবরিয়া, মো. সামির হোসেন, রাকিবুল হাসান ও ওয়াদুদ হোসেন সানি প্রমুখ।

The post গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ appeared first on গোবি খবর.



Advertiser