শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ট্রলারডুবিতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

বরিশালে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ রফিকুল ইসলামের (৭০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এখনো নিখোজ এক ব্যক্তির সন্ধান মেলেনি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বরিশাল সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম (৭০) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাপারীপাড়া এলাকার মৃত অসুমুদ্দিনের ছেলে। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে বরিশাল সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্র জানায়, নিখোঁজ দু’জনের সন্ধানে কোস্টগার্ডের নিয়মিত টহল চলছে। সকালে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে টহল অব্যাহত রয়েছে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, চরমোনাই মাহফিলে যোগ দিতে সিরাজগঞ্জ থেকে ট্রলার ভাড়া করে তারা আসছিলেন। দুর্ঘটনাস্থল চরমোনাই ইউনিয়নের শেষ সীমানায় মেহেন্দিগঞ্জ উপজেলার কাছাকাছি। সেখান থেকে মাহফিল প্রাঙ্গণে পৌঁছাতে ট্রলারটির ঘণ্টাদেড়েক সময় লাগতো। এর আগেই যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

সাইফ আমীন/এএইচ/এমএস



Advertiser