আশুলিয়ায় অ্যাম্বুলেন্সে শিশু মারা যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে নিহত আফসানার বাবা আলম মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
এরই মধ্যে এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।
গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪০) ও খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মো. ইমরান (২৫)। তারা পেশায় দুইজনই গাড়িচালক।
পুলিশ জানায়, নিহত আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশ আশুলিয়া পলাশবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় হানিফ ও ইমরান নামের দুইজনকে গ্রেফতার করে। তবে পলাতক রয়েছে মামলার মূল আসামি মাইক্রোবাস চালক নজরুল।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল বলেন, মামলার প্রধান আসামিসহ বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্ত শেষে শিশু আফসানার মৃতদেহ তার স্বজনদের কাছে দেওয়া হবে।
মাহফুজুর রহমান নিপু/এফএ/জিকেএস