ভারতীয় সংগীতাঙ্গনে আরও এক জ্বলজ্বলে নক্ষত্রের পতন। লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠতে না ওঠতেই উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি মারা গেছেন। নিজের গান দিয়ে নাচিয়ে ছেড়েছিলেন ছোটবড় সকলকেই। ‘ডিস্কো কিং’র তকমাও পেয়েছিলেন তিনি।
৬৯ বছর বয়সে তার মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না ভক্ত-অনুরাগীরা। বলিউড থেকে শুরু করে সমগ্র ভারতেই চলছে শোকের মাতম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবদন্তি সুরকার, গায়ককে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্রী বাপ্পী লাহিড়ী জির সংগীত সমস্ত জুড়েই ছিল। তিনি সুন্দরভাবে বিভিন্ন আবেগ প্রকাশ করেছেন তার গানের মাধ্যমে। প্রজন্ম ধরে মানুষ তার কাজের সাথে সম্পর্কিত হতে পারে। প্রাণবন্ত মানুষটিকে সবাই মিস করবে। আমরা সবাই দুঃখিত তার মৃত্যুতে। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’
বাপ্পি লাহিড়িকে শ্রদ্ধা জানিয়েছেন আরও অনেক তারকা। অজয় দেবগণ লিখেছেন, ‘ভারতীয় সংগীতে তিনি অনেক নতুন ধরণ, স্টাইল ও রঙ যোগ করেছেন। আমরা আপনাকে মিস করবো দাদা।’
অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার লিখেছেন, ‘আপনার ভালোবাসা ও গান আমরা মনে রাখবো বাপ্পিদা....’
ভারতের বরেণ্য পরিচালক সুভাষ ঘাই লিখেছেন, ‘আই এম এ ডিস্কো ড্যান্সারসহ বহু কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। দেশি মিউজিকের সঙ্গে তিনি নানা দেশের মিউজিকের সম্পর্ক তৈরি করে শ্রোতাদের উন্মাদ করেছেন। ওপারে ভালো থাকবেন বাপ্পিদা....’
আরও শোকবার্তা দিয়েছেন অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, ভূমিসহ আরও অনেকেই।
বাপ্পি লাহিড়ি ভারতীয় সংগীতে ৮০ এবং ৯০ দশককে সমৃদ্ধ করেছেন।
এলএ/এমএস