বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

রাঙ্গুুনিয়ার ইউসুফ হত্যা মামলার আসামি সাগর গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) হত্যা মামলার আসামি মো. সাগরকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৩ ফেব্রুয়ারি) নগরের মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাগরের গ্রামের বাড়ি রাঙ্গুুনিয়ার বগাবিলি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আইয়ুব আলী খান।

র‌্যাব সূত্র জানায়, গত বছরের ১ নভেম্বর রাঙ্গুনিয়ার ১ নম্বর রাজানগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান মেম্বার তৈয়ব ও আজগর আলী। নির্বাচনে আজগর আলী পরাজিত হন। এ কারণেই আজগর আলীর মনে ক্ষোভ সৃষ্টি হয় এবং তৈয়ব মেম্বারের সঙ্গে শত্রুতা বাড়তে থাকে। এই ক্ষোভ থেকে আজগর আলী তৈয়ব মেম্বারের ওপর বেশ কয়েকবার হামলা করেন। সবশেষ তৈয়ব মেম্বারের প্রবাসী ভাই ইউসুফ আলীকে মারধর করেন।

ঘটনার দিন গত ২ ফেব্রুয়ারি স্থানীয় রানিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউসুফ। তিনি বগাবিলি ব্রিজের কাছে পৌঁছাতেই ঘাতকরা তার ওপর হামলে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে ইউসুফের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের কয়েকটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি ভোর ৫টায় ইউসুফ মারা যান।

হামলার ঘটনার পর ৬ ফেব্রুয়ারি ইউসুফের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুুনিয়া থানায় একটি মারধর ও নির্যাতনের মামলা দায়ের করেন। ইউসুফ মারা যাওয়ার পর এটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করলে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।

এ হত্যাকাণ্ডে জড়িত সাগর ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি একটি লাইটার জাহাজে চাকরি নেন। চাকরির সুবাদে তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নগরের ইপিজেড থানা এলাকায় শনাক্ত করা হয়। বুধবার সেখানে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের পরপরই গা-ঢাকা দেয় সাগর। র‌্যাবও তার পেছনে লেগে থাকে। বুধবার তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুুনিয়া থানায় হস্তান্তর করা হয়।

মিজানুর রহমান/বিএ/এএসএম



Advertiser