হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন উনয়নমূলক প্রকল্প ঘুরে দেখলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গত সোমবার দিন ব্যাপী এমপি তাঁর দেয়া বরাদ্দ দিয়ে নির্মিত উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারের সেড ঘর, বিভিন্ন রাস্তাঘাট, শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বিভিন্ন রাস্তাঘাট, শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজার উন্নয়ন কাজ, বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট বাজার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, কাওছার আজম হান্নু , বেলকা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, সাধারন সম্পাদক মফিদুল হক মন্ডল, শ্রীপুর ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ডাকুয়া, চন্ডিপুর জাতীয় পাটির সভাপতি শাখাউল আলম, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, পল্লীবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।
The post সুন্দরগঞ্জে প্রকল্প ঘুরে দেখলেন এমপি শামীম appeared first on গোবি খবর.