রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

পত্নীতলায় র‌্যাবের অভিযানে ৬ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী আটক

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী কাজ জড়িত থাকার অভিযোগে ৬ জন যুবককে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। পরে থানায় মামলা দায়ের পূর্বক আসামীদের জেলা কারাগারে প্রেরণ করেন।জয়পুরহাট র‌্যাব ক্যাম্প-৫ শনিবার রাত ১০টায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা হলেন- উপজেলার আজমতপুর গ্রামের শ্রী সত্য চন্দ্র মোহন্তর ছেলে শ্রী মহন কুমার মোহন্ত (২০), সাদেকুল ইসলাম বাচ্চুর ছেলে তুহিন সরদার (২৭), ইছাপুর গ্রামের শরীফ উদ্দিন সরদারের ছেলে আমিনুর ইসলাম (৩৩), আফজাল মন্ডলের ছেলে ফারুক হোসেন (২৮), লুৎতফর রহমানের ছেলে মেহেদী হাসান রাজু (২৮), সম্ভুপুর গ্রামের কিশোরী উরাও এর ছেলে মন্টু রাম (২৬)।

সূত্র আরো জানায়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে এদিন সন্ধ্যায় মাহমুদপুর বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ৬টি মনিটর, ৬টি সিপিইউ, ৪টি কি-বোর্ড, ৪টি মাউস, ৯টি হার্ড ডিস্ক ও ১৮টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়। সেই সঙ্গে ওই ৬ জনকে আটক করা হয়। পরে তদের বিরুদ্ধে পত্নীতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।পত্নীতলা থানা ওসি শামসুল আলম শাহ জানান, আসামীদের রোববার দুপুরে নওগাঁ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

The post পত্নীতলায় র‌্যাবের অভিযানে ৬ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী আটক appeared first on গোবি খবর.



Advertiser