একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক, সম্পাদক ও গবেষক ফয়সাল আহমেদের পাঁচটি বই। বইগুলো হলো- সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি, সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম, ফজলুল হকের গল্পসংগ্রহ, বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ও নদীবিষয়ক বই ‘প্রিয় নদীর গল্প।
‘সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি’ বইটির জন্য তিনি ২০১৯ সালে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ লাভ করেন। বইটির মূল্য রাখা হয়েছে ৩২০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।
‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’ প্রকাশ করেছে দ্যু প্রকাশন। মূল্য ৮০০ টাকা। ‘বাংলার মহারাজ: ত্রৈলোক্যনাথ চক্রবর্তী’ প্রকাশ করেছে দ্যু প্রকাশন। ২৫০ টাকা দামের বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।
‘ফজলুল হকের গল্পসংগ্রহ’ প্রকাশ করেছে দ্যু প্রকাশন। মূল্য ১২০ টাকা। ‘প্রিয় নদীর গল্প’ প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। মূল্য ৩২০ টাকা। বইগুলো পাওয়া যাচ্ছে জাগতিক প্রকাশনের ৬ নম্বর স্টলে।
এসইউ/জেআইএম