মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

একটি স্নোড্রপ ফুলের বাল্বের দাম দেড় লাখের বেশি

প্রকৃতির মধ্যে এক নাটকীয় পরিবেশ সৃষ্টি করে স্নোড্রপ ফুল। সাধারণত শীতকালে এটি ফোঁটে। সম্প্রতি একটি নতুন স্নোড্রপ ফুলের বাল্ব নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছে রেকর্ড ১৮৫০ ইউরো বা প্রায় এক লাখ ৮০ হাজার টাকায়। ওই স্নোড্রপটি গ্যালান্থাস প্লিকাটাস বা ‘গোল্ডেন টিয়ার্স’ নামেও পরিচিতি। স্নোড্রপ প্রেমীদের কাছে দাম আসলেই কোনো বিষয় না। যারা একবার এই ফুলের প্রেমে পরবেন তা যত দামেই হোক কিনে নেবেনই।

ই-বেতে নিলামে তোলা একটি মাত্র বাল্বই রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। এটি জো শারম্যান নামের এক ব্যক্তির নার্সারিতে জন্মেছে। একে ‘তুষারপাতের রাজা’ও বলা হয়। ২০১৫ সালেও তিনি আরও একটি বাল্ব সংরক্ষণ করে নিলামে রেকর্ড দামে বিক্রি করেন।

একটি স্নোড্রপ ফুলের বাল্বের দাম দেড় লাখ টাকা

‘গোল্ডেন টিয়ারস’ গোল্ডেন ফ্লিচেরই গোত্রের। তবে জো বলছেন, এর মধ্যে পার্থক্য রয়েছে। এটির একটি সরু ফুল রয়েছে, যার সাদা পাপড়িতে একটি খুব বড় চিহ্ন এবং একটি উজ্জ্বল হলুদ ডিম্বাশয় রয়েছে। এটি উচ্চতায় ২৫ সেমি পর্যন্ত পৌঁছায়।

একটি স্নোড্রপ ফুলের বাল্বের দাম দেড় লাখ টাকা

গত ২০ বছর ধরে স্নোড্রপ সংগ্রহ করা এবং এর জনপ্রিয়তা বাড়ছে। এই উন্মাদনা ১৭ শতকের টিউলিপম্যানিয়ার কথা মনে করিয়ে দেয়। সে সময় একটি টিউলিপ বাল্বের জন্য প্রচুর অর্থ করা হতো এবং প্রায়ই বছরে দশ গুণ হাত বদল হতো।

একটি স্নোড্রপ ফুলের বাল্বের দাম দেড় লাখ টাকা

স্নোড্রপের বাগানে হাঁটতে হাঁটতে গরম স্যুপ বা চা পান করা অনেকের কাছেই ফেব্রুয়ারির ঐতিহ্য হয়ে উঠছে। শীতের শেষের দিকে, এই ক্ষুদ্র, সূক্ষ্ম ফুলগুলো ফুটতে দেখা যায়। এতে জমা হয়ে থাকে শিশির বিন্দু। হয়ত প্রকৃতি আপনাকে জানান দেয় অন্যরকম অনুভূতি।

সূত্র: ডেইলি মেইল

এসএনআর/টিটিএন/জেআইএম



Advertiser