হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ ফেসবুক পেজের আয়োজনে গত শুক্রবার বিকাল সুুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে দুইশত জন অসহায় গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত বিশিষ্ট সমাজ সেবক ও সুন্দরগঞ্জ পেজের এডমিন রুবেল সরকার, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সাংবাদিক জুুয়েল রানা, বিশিষ্ট সমাজসেবক ও সুুন্দরগঞ্জ পেজের ইডিটর, কামরুজ্জামান, ইডিটর জিল্লুর রহমান জীম আহম্মেদ, আতিক হাসান মন্ডল লেবু, মুন্নী হাবিবা, মিজু আহম্মেদসহ সকল ইডিটর উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে শীতার্তদের মাঝে অনেক আনন্দ বিরাজ করছে। শীতবস্ত্র পেয়ে মনোয়ারা বেগম বলেন, আজ থেকে আর এতো ঠান্ডা লাগবেনা বাবা আজকে মুই আরাম করে ঘুম পারিম।
The post সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ appeared first on গোবি খবর.