সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ৫ ম ধাপে গোয়ালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্বভার হস্তান্তর করেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান। পরে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সাপাহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওহেদ আলী, গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনুল হক, ইউপি সচিব রেজাউল করিম সহ নবনির্বাচিত ইউপি সদস্য-সদস্যা ও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post সাপাহারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণ appeared first on গোবি খবর.