শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

তিস্তার নদী ভাঙনের কবল থেকে কাশিম বাজারকে রক্ষা করতে হবে-সাংসদ শামীম

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ হরিপুরের কাশিম বাজারকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে হবে। এখানে তিনটি প্রতিষ্ঠানসহ অনেক বসতি রয়েছে। গত বছর প্রায় ১০ কোটি টাকার জিও টিউব ফেলে অনেকটা নদী ভাঙন রক্ষা করা সম্ভব হয়েছে। যে ইউনিয়নের জন্য যা প্রয়োজন তাই করা হচ্ছে। নদী ভাঙন কবলিত এলাকার জন্য কাজ হচ্ছে ভাঙন রক্ষা করা। ভাঙন রোধ করে মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করা আগে প্রয়োজন। উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য যা বরাদ্দ প্রদান করা হয়েছে, তার চেয়ে বেশি বরাদ্দ প্রদান করা হয়েছে হরিপুর ইউনিয়নের ভাঙন রক্ষায়।
গতকাল শুক্রবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজার, কারেন্ট বাজার ও চরমাদারী পাড়া গ্রামের তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে কারেন্ট বাজারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। হরিপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  বেলকা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, পল্লীবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।

The post তিস্তার নদী ভাঙনের কবল থেকে কাশিম বাজারকে রক্ষা করতে হবে-সাংসদ শামীম appeared first on গোবি খবর.



Advertiser