অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এম মামুন হোসেনের ‘আদি অন্তে ঢাকা’ শিরোনামের রাজধানী ঢাকা বিষয়ক একটি বই। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী ধ্রুব এষ। এটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
বইটি সম্পর্কে এম মামুন হোসেন বলেন, ঢাকাকে কতটুকু জানি? ঢাকাকে কতটুকু চিনি? ঢাকায় থাকতে হলে ঢাকাকে চিনতে হবে, জানতে হবে- এমনটা নয়। তবে ঢাকাকে নতুনভাবে চেনাতে জানাতে ‘আদি অন্তে ঢাকা’ বইটি অনেক সহায়ক হবে বলে মনে করছি।
মামুন হোসেন আরও বলেন, ঢাকা হয়তো ইস্তাম্বুল, এথেন্স, বাগদাদ, রোম, লাহোর কিংবা দিল্লির মতো প্রাচীন নয়। কিন্তু ঢাকার পরতে পরতে রয়েছে নানান উপাখ্যান। কালের আবর্তনে ঢাকার আয়তন বাড়লেও বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির শহরের পরিচিতি আজও রয়ে গেছে। অলিগলির নামকরণ নিয়ে প্রচলিত আছে অনেক জনশ্রুতি, আবার কোনো কোনোটি সম্পর্কে রয়েছে সুস্পষ্ট ঐতিহাসিক তথ্য। নামের সঙ্গে অনেক এলাকার এখন আর কোনো মিল নেই। আশা করছি বইটি পাঠকদের ভালো লাগবে।
এমএমএফ/জিকেএস