মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

টাঙ্গাইলের মধুপুরে ভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫( ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) শাহিনা আক্তার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জেহাদী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার প্যানেল মেয়র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

The post টাঙ্গাইলের মধুপুরে ভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত appeared first on গোবি খবর.



Advertiser