মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ ফলাফলের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ চলতি এইচএসসি পরীক্ষার ফলাফলের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে। এইচএসসির ফলাফলে এ কলেজের ফলাফল বোর্ডের পাসের হার কে অতিক্রম করেছে। বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ ভাগ অথচ এ কলেজের পাসের হার ৯৮ দশমিক ৪১ ভাগ। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী,দক্ষ ম্যানেজিং কমিটি এবং শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করায় এ ফলাফল এসেছে। এলাকাবাসী আশা করছেন আগামীতে যেন এ ফলাফলের ধারাবাহিকতার থাকে।

জানা গেছে,১৯৯৬ সালে ধামইরহাট উপজেলা সদরের ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক টিএন্ডটি মোড় থেকে প্রায় ৪শত মিটার উত্তরে কাশিয়াডাঙ্গা রাস্তার পার্শে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ স্থাপিত হয়। এটি নারী শিক্ষার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। মেয়েদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য ১৯৯৫ সালে কলেজটিকে ডিগ্রী পর্যায়ে উন্নত করা হয়। বর্তমানে ডিগ্রী পর্যায়ে বিএ এবং বিএসএস শাখা খোলা রয়েছে। বরাবরের মতো এ কলেজের শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এবার এ কলেজটি অভাবনীয় সাফল্য পায়। ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬২ জন পাস করে এবং ৮ জন জিপিএ-৫ পায়। পাসের হার ৯৮ দশমিক ৪১ ভাগ। যা রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ ভাগ করে অতিক্রম করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৫জন অংশ গ্রহণ করে ১ জন জিপিএ-৫সহ সকলে পাস করে। মানবিক বিভাগ থেকে ৭জন জিপিএ-৫ সহ ৫৫ জনের মধ্যে ৫৪ জন পাস করে। এছাড়া বাণিজ্য বিভাগ থেকে ৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩ জন পাস করেছে। প্রতি বছর ডিগ্রী পর্যায়ে মেয়েরা পরীক্ষায় অংশ গ্রহণ করে সন্তোষজনক ফলাফল অর্জন করে। তবে ডিগ্রীস্তর এমপিওভূক্ত না হওয়ায় ২৫ জন শিক্ষক,৩জন প্রদর্শক,১ জন ক্যাটালগার,১জন অফিস সহকারি ও ৪জন অফিস সহায়ক (এমএলএসএস) বেতনভাতা না পেয়ে মানববেতর জীবন যাপন করছেন।

ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আশরাফুল ইসলাম বলেন,কলেজের গভর্নিং বডির সভাপতি ড.ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ গত ২০২১ সালে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে কলেজের অবকাঠামোসহ শিক্ষার মনোন্নয়নে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। ইতোমধ্যে কলেজের চারদিকের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে কয়েক দফা শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে সভা করা হয়েছে। তাছাড়া অনলাইনে শিক্ষার্থীর ক্লাস নেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীরা বেশ উপকৃত হয়েছে।

ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ড.ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ বলেন,প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাসের জটিল সময়ে এ ধরণের ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখেত ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। বিষয় ভিত্তিক শিক্ষার মান নিশ্চিত করতে বিশেষ করে ইংরেজি বিষয়ের জন্য দূরশিক্ষণ পদ্ধতি চালু প্রক্রিয়াধীন রয়েছে। কলেজ ম্যানেজমেন্ট সফ্টওয়্যার চালুর মাধ্যমে শিক্ষালয়ের সবার জবাবদিহিতা নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। এই অঞ্চলের মেয়েদের জন্য একটি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ অচিরেই নতুন উদ্যোমে প্রস্ফুটিত হবে আমারদের বিশ্বাস।

The post ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ ফলাফলের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে appeared first on গোবি খবর.



Advertiser