বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

সাপাহার উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে ৬ হাজার পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে  খাদ্যমন্ত্রী

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে নিরাপদ খাদ্য সংরক্ষণে ৬ হাজার পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।  উপজেলার উপকারভোগীদের মাঝে এসব সাইলো বিতরণ করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
সাপাহার উপজেলা খাদ্যগুদামে আয়োজিত সাইলো বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের আরো উৎপাদন বাড়াতে হবে। দেশের এক ইঞ্চি জমিও যাতে চাষের বাইরে না থাকে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিতে সেচ ও সারে প্রণোদনা দিচ্ছেন। তিনি জনগণের কল্যাণের কথা ভাবেন বলেই এ প্রকল্প গ্রহণ করেছেন। খাদ্য সংকটের সময় অনগ্রসর দরিদ্র লোকজন সবচেয়ে বেশি বিপাকে পড়ে। খাদ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের ধানবীজ সংরক্ষণেও পারিবারিক সাইলো ভূমিকা রাখবে। দেশের প্রতিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবে বলে জানান তিনি।
এ সময় আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক রাজশাহী জিএম ফারুক হোসেন পাটওয়ারি, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজান হোসেন মন্ডল উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর  রহমান সরকার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ ও ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের ২৩ জেলার ৫৫টি উপজেলায় সর্বমোট তিন লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হবে। নওগাঁর  সাপাহার, পোরশা, নিয়ামতপুর আত্রাই উপজেলায় ছয় হাজার করে এবং রানীনগর উপজেলায় চার হাজারসহ মোট ২৮ হাজার পারিবারিক সাইলো বিতরণ করা হবে। এর মধ্যে  সাপাহার উপজেলা এ কর্মসূচির আওতায় ৬ হাজারটি পারিবারিক সাইলো  বিতরণ করা হয়েছে। দুর্যোগকালে প্রতিটি পারিবারিক সাইলোয় ৪০ কেজি ধান অথবা ৫৬ কেজি চাল বা ৭০ লিটার পানি সংরক্ষণ করা যাবে। পাশাপাশি যেকোনো ফসলের বীজও সংরক্ষণ করা যাবে। এর আগে অপর এক প্রকল্পের আওতায় দেশের অন্যান্য জেলায় পাঁচ লাখ হাউজ হোল্ড সাইলো বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

The post সাপাহার উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে ৬ হাজার পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে  খাদ্যমন্ত্রী appeared first on গোবি খবর.



Advertiser