জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উক্ত প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম রাব্বানী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমরান হোসেন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার খামারীরা তাদের খামারে পালিত পশু-পাখী স্টলের মাধ্যমে প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে হতে ৫টি ক্যাটাগরিতে ১৩ জন খামারীকে পুরস্কৃত করা হয়।
The post সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত appeared first on গোবি খবর.