জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সাধারন ও সংরক্ষিত আসনে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৬ ইউনিয়নে ৫৪ জন সাধারণ ও ১৮ জন সংরক্ষিত আসনের নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার মঞ্জুর মোর্শেদ কবীর প্রমূখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপজেলার ৬ টি ইউপির নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
The post সাপাহারে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ appeared first on গোবি খবর.