সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

সরিষাবাড়ী সরকারী খাদ্যগুদামে পুরণ হয়নি ধান-চাল সংগ্রহের লক্ষ‍্যমাত্রা

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর):  জামালপুরের সরিষাবাড়ী সরকারী খাদ্যগুদাম ধান-চাল সংগ্রহের সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরের আমন ধান ও চাল সংগ্রহে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২শ ৭৭ জন কৃষকের কাছ থেকে মোট  ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮শ ৩১ মে: টন ও চালের  নির্ধারিত লক্ষ্যমাত্রা  ৮শ ৪০ মে:টন ধরা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিভুক্ত উপজেলার  ডিলারের কাছ থেকে ৮শ ১২ মে:টন চাল সংগ্রহ করা হয়েছে। সরকার প্রতি কেজি ধানের মূল্য ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা নির্ধারণ করে দেয়।

স্থানীয় একাধিক কৃষক বলেছেন, গ্রাম্য হাট-বাজারগুলোয় ধানের দাম বেশি পেয়ে সরকার নির্ধারিত কম দামে ধান বিক্রি করতে আগ্রহ হারিয়েছেন বেশির ভাগ কৃষক।

এ ব্যাপারে সরিষাবাড়ী ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে পারছি  না তবে ডিলারদের সাথে ৮শ১২ মে: টন চাল ক্রয় করার জন্য চুক্তি করা হয়েছে।

The post সরিষাবাড়ী সরকারী খাদ্যগুদামে পুরণ হয়নি ধান-চাল সংগ্রহের লক্ষ‍্যমাত্রা appeared first on গোবি খবর.



Advertiser