বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ঘোড়াঘাটে মাইক্রোবাসে অগ্নি সংযোগ

মনজুরুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে শ্যামপুর কলেজপাড়া গ্রামে দুস্কৃতিকারি কর্তৃক মাইক্রোবাসে অগ্নি সংযোগ করা হয়েছে। দুস্কৃতিকারিদের ফেলে দেওয়া ৩টি সান্নিধ্য ককটেল পরীক্ষার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্তু পুলিশ পাহারায় রয়েছে।ভূক্তভোগী মাদ্রারাসা শিক্ষক কবিরুল জানান, গত ৩০ মার্চ রাত ২টায় দিকে তার বাড়ীর খলানে থাকা নিজস্ব মাইক্রোবাস যাহার নং- পাবনা- ছ- ১১- ০০৬৩ রেখে নিজ ঘরের ভিতরে ঘুমাচ্ছিল। ওই সুযোগে কে বা কারা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিলে মাইক্রোবাসটি পুড়ে টায়ারে আগুন ধরে বিকট শব্দ হয়। আগুন জ্বলতে দেখে বাড়ীর লোকজন হৈঃ চৈঃ শুরু করলে লোকজন এসে আগুন নেভানো চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ সময় মাইক্রোবাসের পাশে তিনটি লাল টেপ দিয়ে মোড়ানো কৌটা পাওয়া যায়। এতে পুলিশ সহ স্থানীয়রা সন্দেহ করছে এটা ককটেল জাতীয় কোন কিছু হতে পারে।

এ ব্যাপারে ভূক্তভোগী কে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় যে, কিছু দিন পূর্বে তার বোনের তালাক প্রাপ্ত স্বামী সাজু মিয়া মুরগী চুরি করায় তার প্রতি সন্দেহ করছে পরিবারের লোকজন।এলাকা বাসী ভাষ্যমতে ঘটনাটি হয়তোবা কাউকে ফাসানোর জন্য সৃষ্টি করা হয়েছে। তবে পুলিশের সঠিক তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। এ সংবাদ লেখা পর্যন্তু মামলার প্রস্তুতি চলছিল।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, এ বিষয়ে এখন পর্যন্তু কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ হাতে পেলে তদন্ত পূর্বক আইনুন ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post ঘোড়াঘাটে মাইক্রোবাসে অগ্নি সংযোগ appeared first on গোবি খবর.



Advertiser