মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

শাবিপ্রবি গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি মাকসুদুল, সম্পাদক নাহিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাকসুদুল হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের একই বর্ষের ত্বসিন আবরার নাহিন
মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাবেয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক তানিবন রুবায়েদ, প্রকাশনা সম্পাদক ইমরান আহমেদ, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক তাহসিন তামান্না ও দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ মো. তাহমিদ আহমেদ চৌধুরী।

অপরদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, ফাহমিদা সুলতানা, প্রান্ত ভৌমিক, মো. আব্দুর রউফ, মো. মোহাইমিনুল ইসলাম রাসেল, আব্দুল্লাহ আল রিফাত, সাকলাইন রহমান, ইফাত শারমিন, এস.এম.রিয়াসাত আহসান, মো. জিসান আহমেদ, মো. হাসিবুল হোসাইন, লুমাত আফরিন জুই, মো. শাফিন মুজনাবিন খান, কানিজ ফাতেমা শিপু, নুসরাত জাহান ইভা, সানজিদা আজাদ ও কাজী দানিয়াল মামুন।

এছাড়াও গবেষণা পরিষদ প্রধান হিসেবে রাবেয়া খাতুন, জি-স্টুডিও প্রধান ত্বসিন আবরার নাহিন ও জি-রেস্কিউ অ্যান্ড অ্যাডভেঞ্চার উইংয়ের প্রধান মাকসুদুল হোসেন ভূঁইয়া অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

মোয়াজ্জেম আফরান/এএইচ/জিকেএস



Advertiser