যশোর প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলার সরদার সোলাইমান ফাউন্ডেশনের (এস এস এফ) উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা ও এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির বায়োলজিক্যাল সায়েন্স ও টেকনোলজি বিভাগের ডিন প্রফেসরপ্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ। আরও উপস্থিত ছিলেন সরদার সোলাইমান ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক সাংবাদিক মসিউল আযম। এসময় অনলাইনে অস্ট্রেলিয়া থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সরদার সোলাইমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. দাউদ হাসান। আলোচনা শেষে চুড়ামনকাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৬ জন মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান করা হয়। পরে সংবর্ধিত মুক্তিযোদ্ধার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপশি ২০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন সরদার সোলাইমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার ইমরান হাসান।
The post সরদার সোলাইমান ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা appeared first on গোবি খবর.