মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া জানাজা। এটি জীবিত মুসল্লীর জন্য হেদায়াত ও সঠিক পাওয়ার অন্যতম মাধ্যম। জানাজার নামাজ ফরজে কেফায়া। এ জানাজা যদি নাবালকের হয় তবে তার জন্য রয়েছে সুস্পষ্ট দোয়া। যা জানাজার তৃতীয় তাকবিরের পর পড়তে হয়।
মৃত নাবালক হলে-
اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطاً , وَّاجْعَلْهُ لَنَا أجْراً وَّذُخْراً , اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا شَفِيْعاً وَّمُشَفَّعاً
উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝআলহু লানা ফারত্বাও ওয়াঝআলহু লানা আঝরাও ওয়া জুখরাও ওয়াঝআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ।’
অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।
মৃত নাবালিকা হলে-
اَللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطاً , وَّاجْعَلْهَا لَنَا أجْراً وَّذُخْراً , اَللَّهُمَّ اجْعَلْهَا لَنَا شَفِيْعةً وَّمُشَفَّعةً
উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝআ'লহা লানা ফারত্বাও ওয়াঝআ'লহা লানা আঝরাও ওয়া জুখরাও ওয়াঝআ'লহা লানা শাফিআ'তাও ওয়া মুশাফফাআতান।’
অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।
দোয়া দুইটি কারো জানা না থাকলে-
اَللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَات
উচ্চারণ : আল্লাহুম্মাগফির লিলমু'মিনিনা ওয়াল মু'মিনাত।
অর্থ : হে আল্লাহ! আপনি মুমিন নারী-পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাজার নামাজে নাবালক ছেলে-মেয়ের জানাজায় সঠিকভাবে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম