চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আরিফ হোসেন নামে এক ব্যক্তির বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তার স্ত্রী নাজিরনের ভিক্ষা করে জমানো ১ লাখ টাকাসহ আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা দুটি ছাগল ও ২০টি হাস-মুরগি আগুনে পুড়ে মারা যায়।
বুধবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দারাবাজ গাবতলা গ্রামের এ অগ্নিকাণ্ড ঘটে।
আরিফ হোসেন বলেন, ‘রাতে আমি বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী নাজিরন তার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত ৯টার দিকে জানতে পারি আমার বাড়িতে আগুন লেগেছে। আমি দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের সহযোগিতায় ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা ১ লাখ টাকাসহ আসবাবপত্র পুড়ে যায়। ঘরে থাকা দুটি ছাগল ও ২০টি মুরগিও মারা যায়। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আরিফের স্ত্রী নাজিরন বেগম বলেন, ‘আমি বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে ধীরে ধীরে ১ লাখ টাকা জমিয়েছিলাম বসতবাড়ির জমি কিনবো বলে। কিন্তু ১৫ মিনিটের আগুনে আমার সব স্বপ্ন ভঙ্গ। এখন আমি কী খাবো আর কোথায় থাকবো?
রহনপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন মাস্টার আকবর আলী জাগো নিউজকে বলেন, গোমস্তাপুর ইউনিয়নের অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত ছুটে যাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় ১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
সোহান মাহমুদ/এসজে/জিকেএস