রাইসুল ইসলাম সরিষাবাড়ী ( জামালপুর ): মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাইযুলএয়াসিমা নাহাত সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযুদ্ধা মোফাজ্জল হোসেন, ওসি তদন্ত আব্দুল মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলি, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
The post সরিষাবাড়ীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান appeared first on গোবি খবর.