ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি’র ভৈরবপাশা ইউপিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫মার্চ শনিবার বিকাল ৩টায় ইউপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউপি চেয়ারম্যান আ:হক’র সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান মো:নুর-ই-আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো:সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান।
এ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো:নুরুজ্জামান সেলিম,ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি সপন কুমার দাশ,সাধারন সম্পাদক মোস্তফা কামাল হোসেন,যুগ্ন সাধারন সম্পদক মহিউদ্দিন আহমেদ, জেলা মহিলালীগের সাধারন সম্পাদক ডালিয়া নাসরিন,ইউপি মহিলালীগের সাধারন সম্পাদক সাহিদা বেগম ও ৬নং ওয়ার্ড সদস্য মো:মনির হোসেন।এ ছাড়াও অত্র ইউনিয়নের আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শতাধিক সর্বস্তরের ইউপিবাসী উপস্থিত ছিলেন।
The post ঝালকাঠি’র ভৈরবপাশায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা appeared first on গোবি খবর.