শনিবার, ২৬ মার্চ, ২০২২

ধামইরহাটে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি র‌্লী

মোঃ হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিএনপির দু’গ্রæপের পাল্টাপাল্টি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার পূর্ব বাজার ন্যাশনাল ফিলিং স্টেশন এলাকা থেকে শত শত নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য নওগাঁ-২ আসনের মনোনয়ন প্রত্যাশি খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান,নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু,নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন,বিএনপি নেতা আবু তাহের চৌধুরী মন্টু,সেলিনা আক্তার প্রমুখ। অপর দিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি সামসুজ্জোহা খানের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল,থানা বিএনপির আহবায়ক ফেরদৌস খান,সাবেক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী কবির,পৌর বিএনপির সাবেক সম্পাদক রেজুয়ান হোসেন প্রমুখ। দির্ঘদিন পর রাজপথে নামতে পেয়ে বিএনপির দু’গ্রæপের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত দেখা গেছে।

The post ধামইরহাটে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি র‌্লী appeared first on গোবি খবর.



Advertiser