মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

‘ওয়ার্নকে ততটুকুই দেখা যেতো, যতটুকু সে দেখতে দিতো’

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দারুণ এক কলাম লিখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। তার মতে, ওয়ার্ন প্রথমে একজন জাদুকর পরে লেগস্পিনার। যে কি না নিজের শিল্প দিয়ে বিশ্বকে বুদ করে রেখেছিল।

শুধু তাই নয়, ওয়ার্নের যে ব্যাড বয় ইমেজের কথা জানে ক্রিকেট বিশ্ব, সেটিও পুরোপুরি সত্য নয় বলে লিখেছেন চ্যাপেল। চ্যাপেল মনে করে, ওয়ানর্কে ততটুকুই দেখা যেতো, যতটুকু সে সবাইকে দেখতে দিতো। কাছ থেকে যারা দেখেছে তারাই চেনে সত্যিকারের ওয়ার্নকে।

গত শুক্রবার মাত্র ৫২ বছর বয়সে সন্দেহজনক হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেন ওয়ার্ন। তার স্মরণে লেখা চ্যাপেলের কলামের চুম্বকাংশ নিচে দেওয়া হলো:

আমি যখনই শেন ওয়ার্নের কথা চিন্তা করি, আমার তখন আমেরিকা লেখক, কবি ও প্রকৃতিবিদ হেনরি ডেভিড থোরেউর কথা মনে পড়ে; বিষয়টি এমন নয় তুমি কিসে তাকিয়ে আছো, বিষয়টি হলো তুমি কী দেখছো। শেন ওয়ার্ন প্রথমে একজন জাদুকর, পরে কিংবদন্তি লেগ স্পিন বোলার।

আমি খুবই ভাগ্যবান যে, ওয়ার্নের অবসর পরবর্তী সময়ে ভিক্টোরিয়ার থর্নটন ও ক্যাথ্রেড্রাল লজে তার পছন্দের গলফ ক্লাবে একসঙ্গে খেলার সুবাদে তাকে কাছ থেকে চিনতে পেরেছি। আপনি যখন কারও সঙ্গে গলফ কোর্সে চার ঘণ্টা সময় কাটাবেন এবং পরে খেলা নিয়ে কথা বলবেন, তখন তাকে ভালো চিনতে পারবেন।

ওয়ার্ন শুধুমাত্র একজন লেগস্পিনারের চেয়েও বেশি কিছু ছিল। সে একজন সত্যিকারের বিনোদনকারী ছিল। যে কি না যেখানেই যেতো, নিজের ক্যারিশমা দিয়ে মাতিয়ে রাখতো। তার সাফল্য খেলাটির দর্শক অনেক বাড়িয়েছে এবং লেগ স্পিনকে পুনরায় জীবন দিয়েছে।

এর মাধ্যমে নতুন প্রজন্মে অনেক লেগ স্পিনার বেরিয়েছে, যারা আলতো পায়ে ক্রিজে গিয়ে বল হাতে জাদু দেখাতে চায়। তাদের যে জিনিসটি নেই তা হলো ওয়ার্নের শক্তিমত্তা এবং সহজাত বুদ্ধি। তাই খুব কম বোলারই সেই উচ্চতায় যেতে পেরেছে।

ওয়ার্নের ব্যাপারে বলবো যে, আপনারা যা দেখেছেন সেটিই সব নয়। আপনারা তা-ই দেখেছেন যা সে দেখতে দিয়েছে। বেশিরভাগ মানুষেরই ওয়ার্নের সম্পর্কে ধারণা জন্মেছে মিডিয়া তাকে যেভাবে তুলে ধরেছে তা দেখে। যা কি না প্রায়ই শুধু মেঝে পর্যন্ত ছিল।

ওয়ার্ন খুব সূক্ষ্ম প্রতিদ্বন্দ্বী ছিল। সে খেলাটা খুব ভালোবাসতো এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের বুদ্ধিমত্তার পুরোটা ব্যবহার করতে চাইতো। তার নিজের ওপর ছিল অনেক বেশি আস্থা ও বিশ্বাস। আমি প্রায়ই দেখেছি সে কীভাবে নিজের বিশ্বাসের ওপর জাদুকরী সব কীর্তি করে ফেলতো।

নিজের সুপারপাওয়ারের ওপর অনেক বিশ্বাস ছিল তার। তাই যখন কাজে লাগতো না, তখন প্রায়ই রেগে যেতো। এটিকে প্রায়ই দূর্ভাগ্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। তার গলফের প্রতিপক্ষরা প্রায়ই দূর্ভাগ্যের কথা বলতে চাইতো।

এসএএস/জিকেএস



Advertiser