সোমবার, ১৪ মার্চ, ২০২২

গাইবান্ধায় জাসদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: ভোজ্য তেল, গ্যাস, জ্বালানি, চাল-ডালসহ সকল সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদ ও বাজার সিন্ডিকেট ভাঙার দাবিতে জাসদ জেলা শাখার উদ্যোগে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে মানববন্ধনের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, ডাক্তার একরাম হোসেন, জেলা জাসদের সাধারণ স¤পাদক জিয়াউল হক জনি, সহ-সভাপতি সেলেকুজ্জামান রুবেল, শহর জাসদের সাধারণ স¤পাদক মামুন-উর-রশিদ, শ্রমিক জোটের সাধারণ স¤পাদক নুর মোহাম্মদ বাবু, নারী জোট নেত্রী দিলরুবা আলিয়া সুলতানা লিমা, জাসদ নেতা ইকবাল কবির অপু, শহর জাসদের যুগ্ম সাধারণ স¤পাদক মাহফুজার রহমান লিটন, যুবজোট সভাপতি সুজন প্রসাদ, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাসদ জেলা ছাত্রলীগের সভাপতি রোকন উদদ্দৌলা রোকন ও সাধারণ স¤পাদক ফিরোজ কবির রানা প্রমূখ।
সভায় বক্তারা বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহŸান জানান।

The post গাইবান্ধায় জাসদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন appeared first on গোবি খবর.



Advertiser