সাভারে অতিরিক্ত মদপানে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
আরমান জামালপুরের নেরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে জামালপুর থেকে আরমান আশুলিয়ার কাঠগড়ায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই তিনি মদপান করেন। অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত আরমান মদ্যপ অবস্থায় ছিলেন। অতিরিক্ত মদ্যপানে অথবা মদের বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া জাগো নিউজকে বলেন, মদপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ/এমএস