সিরাজগঞ্জের কামারখন্দে জুমার দিন মসজিদ ঝাড়ু দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কুটিরচর জামে মসজিদে এ ঘটনা ঘটে। সিয়াম কুটিরচর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জাগো নিউজকে বলেন, মসজিদ ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয় সিয়াম। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসজে/জিকেএস