রাজধানীর পল্লবী এলাকা থেকে এক কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন- মো. নুরন নবী ওরফে বিদ্যুৎ (৪৫) ও মো. আজমাইন সেখ (৩৯)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, মাদক কারবারি চক্রের সদস্যরা পল্লবী থানা এলাকায় হেরোইন ক্রয়-বিক্রিয়ের উদ্দশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের হাতে থাকা একটি ব্যাগের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে হেরোইন কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিটি/ইএ/জিকেএস